ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল Source তথা উপাদান। Source (উপাদান) ছাড়া কখনই প্রকৃত ইতিহাস রচনা করা সম্ভব নয়। একজন প্রকৃত ইতিহাসকারের কাজই হল নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে প্রামান্য তথ্যের ভিত্তিতে ইতিহাস রচনা করা। ইতিহাসের উপাদানকে দুটি ভাগে ভাগ করা হয়। যথা --
(1) Primary Source
( 2) Secondary Source
(1) Primary Source : প্রত্যক্ষভাবে উপস্থিত থেকে যেখানকার কোনো বস্তু বা বিষয় থেকে তথ্য সংগ্রহ করা হয়, তা হল Primary Source ।
উদাহরন : প্রত্নতাত্ত্বিক উপাদান (মন্দির, শিলালিপি,)।
(2) Secondary Source : সাধারনভাবে বলা যায় Primary Source থেকে লেখা কোনো গ্রন্থ থেকে যে তথ্য সংগ্রহ করা হয়ে থাকে, তাকে Secondary Source বলে।
উদাহরন : Indian History by - Krishna Reddy.
--------------------------------------------------------------------------------------------------
Nnnnn
ReplyDeleteI lick that
ReplyDeleteParchi na
ReplyDelete