Stone Age ( প্রস্তর যুগ )

প্রাচীন ভারতীয় ইতিহাসের প্রাগৈতিহাসিক যুগ বা প্রস্তর যুগকে তিনভাগে ভাগ করা হয়।।
তিনটি ভাগ হল ----  

(i) Paleolithic Age (প্রাচীন প্রস্তর যুগ) 
সময়ঃ ৫০০০০০ - ১০০০০ খ্রীস্টপূর্বাব্দ  
(Ii) Mesolithic Age (মধ্য প্রস্তর যুগ) 
সময়ঃ ১০০০০ - ৬০০০ খ্রিষ্টপূর্বাব্দ 
মতান্তরেঃঃ  ৯০০০ - ৪০০০ খ্রিষ্টপূর্বাব্দ
(iii) Neolithic Age (নব্য প্রস্তর যুগ)    
সময়ঃ ৬০০০ - ২৫০০ খ্রিষ্টপূর্বাব্দ
মতান্তরেঃ ৬০০০ /৪০০০ -- ১৮০০ খ্রিষ্টপূর্বাব্দ

(Notes : A general time range is specified as there is a great deal of variationin the dates for different sites)   


Paleolithic Age (প্রাচীন প্রস্তর যুগ) : 

সময়ের নিরিখে মানুষের বিবর্তন, প্রস্তর খন্ডের ধরন, জলবায়ুর পরিবর্তন ও অন্যান্য আনুষাঙ্গিক কারণের ভিত্তিতে Plestocene Age/  Paleolithic Age (প্রাচীন প্রস্তর)  যুগকে তিনভাগে ভাগ করা হয়। যথা ---

(i) Lower Paleolithic Age 
Time : 500000 BC  - 50000 BC
(ii) Middle Paleolithic Age 
Time : 50000 BC -- 40000 BC 
(iiil Upper Paleolithic Age    
Time : 40000 BC - 10000 BC 

Lower Paleolithic Age Sites / নিন্ম রাচীন প্রস্তর যুগের নিদর্শন স্থান : -- 

Uttar Pradesh : Belan Valley 
Madhya Pradesh : Bhimbetka, Jogdaha 
 Maharashtra : Patne, Nandipalle
Andhra Pradesh : Renugunta, Kurnool Caves.  
Jharkhand : Singhbhum 
Western Punjub :  Sohan Valley 

Middle Paleolithic Age Sites / আদি রাচীন প্রস্তর যুগের নিদর্শন স্থান : --

Maharashtra : Nevasa 
Jharkhand : Singhbhum 
Madhya Pradesh : Bhimbetka, Narmoda Valley. 
Rajasthan : Didwana, Bagor, Karmali Valle.   

Upper Paleolithic Age Sites / উচ্চ রাচীন প্রস্তর যুগের নিদর্শন স্থান : --

Andhra Pradesh :  Kurnool Caves, Kichier. 
Uttar Pradesh : Belan Valley 
Maharashtra : Nevasa 
Gujrat : Sabarmati Valley.  
Madhya Pradesh : Singrauli,  Bhimbetka, Adamgrah, Hatnora. 
Karnataka : Hungsi Valley.  
Tamil Nadu : Attirampakkam,  Kortallayar Valley. 
Kashmir : Pahaigam.  

প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য : 

(১) শিকার ও খাদ্য সংগ্রহ ছিল সে যুগে মানুষের জীবনধারণের  অন্যতম প্রধান বৈশি। ফল-মূল ও জীবজন্তুর মাংস ছিল তাদের প্রধান খাদ্য।   
(২) সে যুগে মানুষ আত্মরক্ষার্থে পাথরের হাতিয়ার ব্যবহার করত। ধারালো ও মসৃণ পাথরের ব্যবহার সে যুগে শুরু হয়নি। সে যুগের পাথর ছিল  প্রকৃতি। সে যুগে Quartzite প্রকৃতির পাথর মানুষ ব্যবহার করত বলে তাদের Quartzite Man  বলা হয়।   
(৩) প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল যাযাবর প্রকৃতির। 
(৪) প্রাচীন প্রস্তর যুগ প্লিস্টোসিন (Plestocene) অর্থাৎ শীতলাবস্থার যুগ ছিল। 


Mesolithic Age (মধ্য প্রস্ত যুগ) : 
মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য -- 

(১) মধ্য প্রস্তর যুগের মানুষ ছোটো ধরনের পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি (Microlithic Tools) ব্যবহার করত। তাই এই যুগকে Microlithic Age বলা হয়ে থাকে। 
(২) পাথরগুলি ছিল বেশিরভাগ ক্ষেত্রে ত্রিকোণাকার। 
(৩) শিকার ও পশুওপালন ছিল এ যুগের মানুষের অন্যতম বৈশি।  
(৪) আগুনের আবিস্কার এ যুগের অন্যতম বৈশি।     
(৫) এ যুগের মানুষ গুহার দোয়ালে ছবি আঁকত। তার অন্যতম প্রামান্য উদাহরণ হল ভিমভেটকা গুহা।  
(৬) এ যুগের মানুষ তির-ধনুক ও বর্শা তৈরি করতে শিখেছিল।
(৭) পশু শিকারের পাশাপাশি মানুষ মৎস শিকার করত। 
(৮) এই যুগে পৃথিবীতে Plestocene Period শেষ হয় ও Holocene Period অথার্থ শীতল পৃথিবী উষ্ণ হতে শুরু করে।  

Mesolithic Age Sites / মধ্য প্রস্তর যুগের নিদর্শন স্থান : -- 

Madya Pradesh : Bhimbetka (ভিমভেটকা), Adamgrah (আদমগড়), Pachmarhi (পাচমারি). 
Rajasthan :Bagor (বাগোর), Tilwara (তিলওরা) 
Gujrat :  - Langhaj (লাঙ্ঘাজ)
Andhra Pradesh : Gauri Gundam (গৌরি গুন্ডাম) 
Karnataka : Sanganakallu (সঙ্গানাকাল্লু) 
Uttar Pradesh : Mando (মান্ড), Damdama (দমদমা), Chopani (চোপানি).  
Maharashtra : Patne (পাটনি), Hatkhamba (হাতখাম্বা).  


Neolithic Age (নব্য প্রস্তর যুগ) :    
নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য -- 

(১) নব্য প্রস্তর যুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল কৃষিকাজের  প্রচলন।  
(২) Food  Production  অর্থাৎ এ যুগে মানুুষ খাদ্য উৎপাদন করতে শুরু।  
(৩) চাকার আবিস্কার এ যুগের আর এক অন্যতম প্রধান বৈশিষ্ট্য।    
() Pottery Manufacture অর্থাৎ মৃৎ পাত্র তৈরি ও তার অত্যাধিক ব্যবহার এ যুগ থেকে শুরু হয়। 
() এ যুগের মানুষ Society Reform বা  Village Community  গড়ে তোলে। 
(৬) নব্য প্রস্তর যুগে মানুষ Polished Stone Tools অর্থাৎ মসৃণ পাথরের জিনিসপত্র ব্যবহার করত। 

Neolithic Age Sites / নব্য প্রস্তর যুগের নিদর্শন স্থান : -- 

Kashmir : Burzahom, Gufkarl 
Baluchistan : Mehergrah, Kili Gul Muhammad. 
Bihar : Chiran,  Chechar.  
Uttar Pradesh : Mahagarha, Chopani, Mando.  
Assam : Daojali Hading. 
Karnataka : Tekkalatoka, Narsipur.  




1 comment: