তিনটি ভাগ হল --
(1) Ancient History (প্রাচীন যুগ)
(সময়ঃ প্রস্তর যুগ থেকে ৬০৬ বা ৬৫০ খ্রিস্টাব্দ)
(2) Medieval History (মধ্য যুগ)
(সময়ঃ ৬০৬ বা ৬৫০ থেকে ১৭৫৭)
(3) Modern History (আধুনিক যুগ)
(সময়ঃ ১৭৫৭ থেকে আজ পর্যন্ত)
আসবাপত্র, লিপি বা অক্ষরের ব্যবহার এবং লিপি বা অক্ষরের ব্যবহার ও পাঠদ্ধার প্রভৃতির উপর ভিত্তি করে প্রাচীন যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়। যথা --
(1) Pre-history (প্রাগৈতিহাসিক যুগ)
(2) Proto-history (প্রায় ঐতিহাসিক)
(3) Historic Age (ঐতিহাসিক যুগ)
(1) Pre-history : যে যুগে মানুষ লিপি বা অঙ্গরের ব্যবহার শেখেনি । শুধুমাত্র তাদের ব্যবহৃত আসবাপত্র
থেকে তাদের সম্পর্কে জানা যায়।
উদাহরণ : প্রস্তর যুগ, সভ্যতা - মেহেরগড়
প্রাচীন ভারতের ইতিহাসে Pre-history যুগকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। যথা --
(i) Paleolithic Age (প্রাচীন প্রস্তর যুগ)
সময়ঃ ৫০০০০০ - ১০০০০ খ্রীস্টপূর্বাব্দ
(Ii) Mesolithic Age (মধ্য প্রস্তর যুগ)
সময়ঃ ১০০০০ - ৬০০০ খ্রিষ্টপূর্বাব্দ
মতান্তরেঃঃ ৯০০০ - ৪০০০ খ্রিষ্টপূর্বাব্দ
(iii) Neolithic Age (নব্য প্রস্তর যুগ)
সময়ঃ ৬০০০ - ২৫০০ খ্রিষ্টপূর্বাব্দ
মতান্তরেঃ ৬০০০ /৪০০০ -- ১৮০০ খ্রিষ্টপূর্বাব্দ
(Note : A general time range is specified as there is a great deal of variationin the dates for different sites)
(2) Proto-history : প্রায় ঐতিহাসিক যুগের সংজ্ঞা দেওয়া কঠিন। সাধারনত Pre-histoy ও History যুগের মধ্যবর্তী সময়কালকে Proto-history যুগ হিসাবে চিহ্নিতকরা হয়।
যে সময়ে লিপির ব্যবহার নিদর্শন পাওয়া যায়, কিন্তু তার পাঠদ্ধার আজও সম্ভব হয়নি।
উদাহরণঃ সিন্ধু সভ্যতা
(3) Historic Period : যে সময়কাল থেকে লিপির ব্যবহার হয়েছে ও তার পাঠদ্ধার সম্ভব হয়েছে........সেই সময় পর্ব ঐতিহাসিক যুগ বলা হয়।
উদাহরণঃ বৈদিক সভ্যতা থেকে বর্তমান সময়।
No comments:
Post a Comment